MIST Public or Private

MIST Public or Private::

-ভাই MIST কি পাবলিক?? 😃
--না।
-কেন ভাই?? 😎
 --আরে ভাই MIST তে পড়তে টাকা লাগে। আর University Grants Commission (UGC) এর Website এ ৩৯ টা Public Universityr মধ্যে MIST এর নাম নাই☺
-কিন্তু ভাই Wikipedia তে তো দেখলাম  MIST Public.
-- হতে পারে, আমি ঠিক জানি না 😒
___
MIST এর ব্যাপারে জানি আর নাই জানি, প্রায়ই এধরনের কথা আমরা অনেকেই বলি।👿
Btw
MIST Public  University. UGC এর Public Universityr লিস্টে এর নাম নাই। কারন MIST,  BUP এর Under এ। আর UGC এর লিস্টে BUP এর নাম আছে।
একটা প্রশ্ন করি?
IBA  কি পাবলিক।
হ্যা, কিন্তু UGC এর লিস্টে তো IBA এর নাম নাই।
তাইলে কি প্রাইভেট??
না, Dhaka Universityr Under এ।
MIST  যেমন BUP এর Under এ। 😃
আর ভাই টাকার  ব্যাপারটা । 😜
- ৪ বছরে সব মিলে মোট ৩৭২৩৫০ টাকা  প্রয়োজন হয়।
কারন MIST সেনাবাহিনীরা নিয়ন্ত্রণ করে। সরকার থেকে স্বল্প   আর্থিক সহায়তা,  নিজেদের অর্থায়ন ও ছাত্রদের সহযোগীতা দিয়ে,  সম্পূর্ণ ডিসিপ্লিন পরিবেশে 3 years & 10 months এর মধ্যে এখানে B.Sc. Engineering  Course Complete করানো হয়।
সেশন জট ও রাজনীতি মুক্ত সুন্দর,  সুশৃঙ্খল  পরিবেশে পড়তে MIST এর বিকল্প নাই ভাই ☺.
-- জি ভাই Thank u vai
IR Imran Hossain
Dyes & Chemical Engineering
Bangladesh University of Textiles
( BUTEX)

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নেগেটিভ মার্কিং নেই যে সকল ভার্সিটিতেঃ

বিভিন্ন পাবলিক ভার্সিটির ভর্তি পরীক্ষায় জিপিএ এর উপর মার্ক ও গণনা