মনে রাখার উপায়

দুই দিন আগে কি পড়ছিলা ভুলে গেছো। কিন্তু গত ঈদে কই নামাজ পড়ছিলা, কয়েক বছর আগে এসএসসি রেজাল্টের সময় কই ছিলা, ঠিকই মনে আছে। তারমানে তোমার পড়ালেখা মনে না থাকলেও, বাকি সব ঠিকই মনে থাকে। তাই বাকি সব মনে রাখার স্টাইলে খুব সহজেই পড়ালেখা মনে রাখতে :

 1)আগ্রহ নিয়ে,  হাসি খুশি, টেনশনহীন মাথায় পড়তে বসো
2) ছোট ছোট অংশে ভাগ করে পড়ো
3) মেইন পয়েন্টকে ক্লু হিসেবে ব্যবহার করো
4)পড়ার টপিকের সাথে লাইফের ঘটনা মিশাও
5) বেশি বেশি লিখে লিখে পড়বা, সব কিছু  চর্চার মধ্য রাখবা।
6) মার্কার দিয়ে রঙ্গিন করে পড়ো
7)কিছু দিন পর পর আগের পড়াগুলো
রিভাইজ করো।
8) সিরিয়াস বন্ধুদের সাথে থাক
9) প্রতিটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশের সারসংক্ষেপ বানিও
10) যেসব জিনিস মনে থাকে না,  কবিতা / ছন্দ বানিয়ে সেগুলো মনে রাখবা
11) অল্প পড় কিন্তু বুঝে পড়।তোমাকে বুঝতে হবে তোমার কি পড়া উচিত আর কি পড়া উচিত নয়। নকশা বানিয়ে সেটাই পড় যেটা  পরীক্ষায় আসবে।
&
#Never_Give_Up
# ঝংকার মাহবুব
বুয়েট 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

MIST Public or Private

নেগেটিভ মার্কিং নেই যে সকল ভার্সিটিতেঃ

বিভিন্ন পাবলিক ভার্সিটির ভর্তি পরীক্ষায় জিপিএ এর উপর মার্ক ও গণনা