Shortcut_Technic

#Shortcut_Technic ::  😱
📱
💊💊ধারাবাহিক পোষ্ট : 01
🌍
ক্যালকুলেটর ছাড়া অংক করা :😱:
ভর্তি পরীক্ষায় প্রায়শই আসে:::
★★★  Important ★★★
যদি কোন দ্রবনের [H+] = 4.83 * 10^-8
mol/ L হলে দ্রবনটির pH গণনা কর দেকি 😎
A. 4.5        B. 6      C. 7.32        D. 8.5

Formula :: pH = - log [ H+]
প্রশ্ন হল  ক্যালকুলেটর ছাড়া এই  log এর মান কিভাবে বের হবে ভাউ 😂
Btw
log 1 = 0
log 2 = 0.3
log 3 = 0.4
log 4 = 0.5
log 5 = 0.6
log 6 = 0.7
log 7 = 0.8
log 8 = 0.9
log 9 = 0.9
log 10 = 1
-----
log ab = log a+ logb
log 10^x = xlog10 = x
এই Simple  জিনিস মুখস্থ করার দরকার হবে না আশা করি।
এবার অংকে আসি।
pH = - log [ H+]
      = - log{ 4.83 * 10^ -8}
      = - { log 5 + log 10^ -8}
      = - ( 0.6 - 8)
      = 7.4
Answer : C
আমিতো সব হিসেব করা দেখালাম 😱
Practice করে এগুলো কল্পনার মাঝে করতে হবে 😂
আশা করি এখন থেকে আর যেকোন log এর মান & এই Types এর কোন অংক করতে  Problem হবে নাহ।
🎶

(বি:দ্রঃ ক্যালকুলেটর দিয়ে log এর মান যাচাই কর না, কাছাকাছি ও মনে রাখার সুবিধার্থে এভাবে মনে রেখ
ক্যালকুলেটর দিয়ে accurately করলে pH আসে 7.32 আর আমাদের এসেছে 7.4 , একদম কাছাকাছি,  Option গুলোর মধ্যকার ব্যবধান বেশি থাকবে, এমনভাবে থাকবে যাতে তোমার বুঝতে Problem  না হয় কোনটা সঠিক উওর।
আর অংকে 4.83 = 5 ধরা হয়েছে ওই একই, হিসেবের সুবিধার্থে। ক্যালকুলেটর ছাড়া অংক করার সময় হিসেবের সুবিধার্থে কাছাকাছি  যেকোনো মান এভাবে ধরে নিবে।)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

MIST Public or Private

নেগেটিভ মার্কিং নেই যে সকল ভার্সিটিতেঃ

বিভিন্ন পাবলিক ভার্সিটির ভর্তি পরীক্ষায় জিপিএ এর উপর মার্ক ও গণনা