Dhaka University Admission test tricks

ঢাবির  A unit এর পরীক্ষা , টেকনিক, কিছু সহজ ভুল ............

১)  ""সাবজেক্ট নিয়ে কনফিউশন ""::
PHY CHEM MATH  BIO, ENG BAN
যেকোন চারটা সাবজেক্টের উত্তর দিতে হবে, অপশনালের পরিবর্তে বাংলা বা ইংলিশ
দাগানো যাবে, তবে  HSC তে যাদের  PHY CHEM MATH BIO ছিল তাদের বাংলা ইংলিশ দাগাতে  না যাওয়াই ভালো


২) ""উল্টা পাল্টা বৃত্ত ভরাট ""::
OMR শীটে  PHY CHEM MATH  BIO, ENG BAN এই সাবজেক্টগুলোর জন্য আলাদা বক্স থাকবে,
যারা যে চারটি সাবজেক্ট দাগাবা  সেগুলোর পাশে বৃত্ত ভরাট করবা
প্রথমে   BIO - CHEM - PHY - শেষে  MATH  দাগানোর চেষ্ট কর
আর বৃত্ত ভরাট করার  সময় টেনশনে অনেকেই  PHY এর  OMR বক্সে  MATH, CHEM এর  OMR বক্সে  BIO প্রশ্নের
উওর গুলো ভরাট করে, অর্থাৎ একটার OMR বক্সে আরেকটার  উত্তর দাগিয়ে , দিব্বি ভাল পরীক্ষা দিয়ে আসে
পরে রেজাল্টে ফেল  আসে

৩) ""কিভাবে দাগাবে, এত সল্প সময়ে ?""
               ""TIME MAINTENANCE ""
চেষ্টা করবে বায়োলজি  ৮ মিনিটের মধ্যে  শেষ করতে
কেমিস্ট্রি - ১৬ - ১৮ মি
ফিজিক্স  - ২২- ২৫ মি
ম্যাথ - ২৮- ৩০মি
বাকি  ৭-৯ মি. সব ঠিক আছে কিনা দেখতে পারো

৪) ""বাদ দেয়া, ঘোরাঘুরি ,হিরোগিরি "" ::
যে গুরু ঢাবিতে প্রথম স্থান অধিকার করিবে , সেও সব দাগাবে না
তো  যেটা পারবানা সেটা বাদ  দিয়ে পরবর্তী প্রশ্নে যেতে দেরি করবে না
পরীক্ষার হলে নিজেকে হিরো ভেবে, না পারা জিনিস নিয়ে  সময় নষ্ট করবে না
ঘোরাঘুরি গুরুর  টেকনিক
গুরু বলেছিলেন  ,
পরীক্ষার কঠিন প্রশ্ন সহজ  আর প্রশ্নগুলোর মার্কস সমান, ১ করে
তো  তুমি  বহু সময় নষ্ট করে প্যাচালো সব অঙ্ক আগে করলে, ১ করে পাবে
আর  কিছু প্রশ্ন আছে জ্ঞান মূলক বা অনুধাবন মূলক, দেখা মাত্রই দাগানো যায়
ওসব সবাই পারবে, অথচ তুমি সময়ের অভাবে ঐ প্রশ্নগুলো দেখার সময়টাই পেলে না
এমনটা যাতে না হয়, মনে রেখ  যে জিনিস সবাই পারবে সেটা তোমাকে পারতেই হবে
এজন্য ঘোরাঘুরি জরুরি
অর্থাৎ যখন বায়োলজি দাগাবে , পড়বা দাগাবা, পড়বা দাগাবা, যেটা পারবা না পরে আসবা,
এভাবে ৩০ পর্যন্ত  চলে যাবা, না পারা প্রশ্ন গুলোর পাশে ছোট ফোটা দিয়ে রাখতে পারো(প্রশ্ন পত্রে)
তারপর আবার ১ থেকে শুরু করবে, ৮ মিনিটে বায়োলজি শেষ
তারপর, কেমিস্ট্রি
কেমিস্ট্রি তে  একই ভাবে ঘোরাঘুরি করবে, প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন  আর  সহজ, পারা ছোট অঙ্ক গুলো করবে
এভাবে ৩০ পর্যন্ত যাবে , পরে আবার ১ থেকে শুরু করবে, ১৬- ১৮ মিঃ এ কেমিস্ট্রি শেষ
ফিজিক্সের আর ম্যাথের  ক্ষেত্রেও একই ভাবে আগাবে

৫) ""কনফিউশন নিয়ে  দাগানো  ও নেগেটিভ মার্কিং ""
একটা কাজ করা যায়, যেগুলা একদমই দাগাবে না সেরকম ৮ টা প্রশ্নের উত্তর হয় সব "ক"
অথবা  "খ " , গ  অথবা ঘ  দাগিয়ে আসবে টানা
সম্ভাব্যতার সূত্র প্রয়োগ করে গুরু বলেছেন এতে কিছুটা লাভ আছে
ধরো, তুমি  ৮ টা "খ " দাগালে, এতে যদি দুইটা  "খ" থাকে ,তবে , নেগেটিভ মার্কিং বাদ দিয়ে তোমার .৫ মার্কস
লাভ থাকলো, আর তুমি ৫০-৮০ জনকে পেছনে ফেলে দিলে

৬)চেষ্টা করবে প্রতিটি সাবজেক্টে যেন অন্তত ২০ করে  মোট ৮০ থাকে, তাহলে আপনার জন্য যেকোন ভাল
 সাবজেক্ট অপেক্ষা করবে

৭) ঢাবির প্রশ্নগুলো একদম  বেসিক  থেকে হয়, প্রশ্ন দেখে মনে হতে পারে অনেক বড় অঙ্ক বা অন্য কিছু
কিন্তু ক্লিয়ার বেসিক ধারনা  থেকে  ঠান্ডা মাথায় চিন্তা করবে, প্রচুর প্রশ্ন  রিপিট হবে, এখন কেবল ৯০ মিঃ
অ্যালার্ম সেট করে  পুরনো প্রশ্ন  ব্যাংক থেকে পরীক্ষা দিতে থাকো, আর নিজেকে যাচাই করে নাও
খাতা কেটে
যারা এতদিন  বাসায় নিজে নিজে  অ্যালার্ম সেট করে ৯০ মিনিটের খেলা  খেলেছো, তারা মনে করবে
 বাসায় বসেই প্রতিদিঙ্কার মত পরীক্ষা দিচ্ছো
আর সব কিছু এখন একবার রিভাইজ আর  নিজের  পরীক্ষা পদ্ধতি ঠিক করে নাও
আর হ্যা সহজ  আর  পারা , প্যাক্টিস করা প্রশ্ন গুলোর উত্তর সাবধানে দিও
এসব ভুল করলে বিদ্রোহের আগুনে পুড়ে সব ভস্ম হয়ে যাবে
আপাতত আর কিছু মনে পড়ছে না
কোন প্রশ্ন থাকলে করতে পারো
বেদনার সুরেরা বাজছে
যাই, পরে আবার দেখা হবে









মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

MIST Public or Private

নেগেটিভ মার্কিং নেই যে সকল ভার্সিটিতেঃ

বিভিন্ন পাবলিক ভার্সিটির ভর্তি পরীক্ষায় জিপিএ এর উপর মার্ক ও গণনা